কানাডা যাওয়ার খরচ কত। Cost Of Moving To Canada 2023

Rate this post

কানাডা যাওয়ার খরচ কত এ সর্ম্পকে যদি আপনি জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য। কানাডা যাওয়ার সর্ম্পকিত যেকোনো তথ্য জানার জন্য আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে আপনি কানাডা যাওয়ার খরচ কত এ সর্ম্পকে জানতে পারবেন।

কানাডা যাওয়ার খরচ কত

আপনার কানাডা যাওয়ার খরচ নির্ভর করবে আপনার ভিসা ক্যাটাগরির উপর। আপনি কি ভিসায় কানাডা যেতে চান বা চাচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার কানাডা যাওয়ার খরচ নির্ধারন করা যাবে। কানাডায় বিভিন্ন ধরনের ভিসা পাওয়া যায়। তাই ভিসা অনুযায়ী ভিন্ন ভিন্ন খরচ হয়ে থাকে। তাই আপনি যদি স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে চান তাহলে আপনার খরচ পড়বে একরকম  আর যদি ভিজিট ভিসা নিয়ে অথবা কাজের ভিসা নিয়ে কানাডা যেতে চান তাহলে আপনার খরচ পড়বে অন্যরকম। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের কানাডা যাওয়ার বিভিন্ন ক্যাটাগরির খরচ সর্ম্পকে বিস্তারিত তুলে ধরব। আজকে আমরা আলোচনা করব এক্সপ্রেস এন্ট্রি, প্রাদেশিক প্রোগ্রামের (PNP) ও টেম্পোরারি ফরেইন ওয়ার্কার প্রোগ্রাম (TFWP) মাধ্যমে একজন বাক্তির কানাডাতে গেলে কেমন খরচ হবে। নিচের টেবিলে তা উল্লেখ করা হলো-

কানাডা যাওয়ার খরচ কত

ভাষা পরীক্ষাঃ CAD $280 – $310 (ইংরেজি) এবং $380 – $440 (ফরাসি)
IELTS: CAD $310 – 20,000 BDT
ECA: (এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট) – CAD $200 – CAD $345 – এটি ডাক্তার এবং ফার্মাসিস্টদের ক্ষেত্রে প্রযোজ্য নয় – AROUND 20,000 BDT
বায়োমেট্রিকঃ CAD$ 85 – 6680 BDT
মেডিকেল পরীক্ষাঃ CAD $250 – CAD $300 (কানাডা) – 23,582 BDT
আবেদন প্রক্রিয়াকরণ ফিঃ CAD $825 – 64,850 BDT
স্থায়ী বসবাসের ফিঃ CAD $500 – 49,000 BDT
অন্যান্য খরচঃ CAD $200 – 15,000 BDT
তহবিলের প্রমাণঃ (সমস্ত ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য প্রযোজ্য নয়): CAD $12,960 – 10,18,500 BDT

 

এখানে আবেদন প্রক্রিয়াকরণ ফি ও স্থায়ী বসবাসের ফি এই ২টা ফি আপনার ইনভাইটেশন লেটার আসার পর বা আপনি সিলেক্টেড হওয়ার পর দিতে হবে।

একটি প্রাদেশিক প্রোগ্রাম (PNP) মাধ্যমে আবেদন:

আলবার্টা (AINP): CAD $500 – 49,300 BDT
ব্রিটিশ কলাম্বিয়া (BC PNP): CAD $1,150 – 90,300 BDT
ম্যানিটোবা (MPNP): CAD $ 500 -49,300 BDT
নিউ ব্রান্সউইক (MBPNP): CAD $250 – 19600 BDT
নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর (NLPNP): CAD $250 – 19650 BDT
অন্টারিও (OINP): CAD $1,500 বা CAD $2,000 – 157000 BDT
প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড (PEI PNP): CAD $300 -23,580 BDT
সাসকাচোয়ান (SINP): CAD $350 -27,500 BDT

 

আপনি যদি একজন ফরেইন ওয়ারকার হিসেবে (LMIA) সার্টিফিকেট নিয়ে জব নিয়ে আসতে চান সেক্ষেত্রে নিচের খরচগুলোপরবে-

এলএমআইএ (LMIA) খরচঃ $1000 এই টাকা পুরো কোম্পানি দিবে আপনাদের দেওয়া লাগবে না
বায়োমেট্রিকঃ CAD $85 – 6680 BDT
মেডিকেল পরীক্ষাঃ CAD $250-CAD $300 (কানাডা) – 23,582 BDT
ওয়ার্ক পারমিটের আবেদন ফিঃ  $155 – 12,100 BDT

 

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ

বাংলাদেশস থেকে অনেকেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডা যায়। তাই আপনি যদি কানাডায় কাজ করার জন্য যেতে চান, তাহলে আপনাকে কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডা গেলে আপনার  খরচ পড়বে প্রায় ৯ লক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকার মতন। তবে কাজের ক্ষেত্র বিশেষে এই খরচের পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে।

কানাডা স্টুডেন্ট ভিসা খরচ

বর্তমানে অধিঅংশ শিক্ষার্থীর পছন্দের দেশ কানাডা। অন্যান্য দেশের পাশাপাশি বর্তমানে বাংলাদেশ থেকেও প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহনের জন্য কানাডা যায়। কেননা কানাডা বিশ্ববিদ্যালয়গুলো সারা বিশ্বে রেংকিংয়ে এগিয়ে। যার কারণে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের প্রথম পছন্দ কানাডার বিশ্ববিদ্যালয়গুলো। তাই আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডা যেতে চান তাহলে আপনার খরচ পড়বে প্রায় ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা।

কানাডা বিজনেস ভিসা খরচ

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে কানাডাও একটি উন্নয়নশীল দেশ। তাই আপনারা যদি কানাডায় বিজনেসের জন্য যাবেন ভাবচ্ছেন তাহলে যাওয়ার পূর্বে সেখানকার কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে তার মাধ্যমে কানাডা যাবেন। যদি আপনি তা না করেন তাহলে আপনাকে সেখানে বিজনেস করার কোনো সুযোগ তারা দিবে না। এক্ষেত্রে আপনার বিজনেস ভিসা নিয়ে কানাডা যেতে খরচ পড়বে প্রায় ২ লক্ষ থেকে তিন লক্ষ টাকার মতো।

কানাডা টুরিস্ট ভিসা খরচ

কানাডা যাওয়ার খরচ কত
কানাডা যাওয়ার খরচ কত

কানাডা যেমন উন্নতশীল দেশ ঠিক তেমনি প্রচুর পরিমানে প্রাকৃতিক সম্পদে ভরপুর। তাই প্রায় প্রত্যেক বছরই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক কানাডা ভ্রমণ করতে আসে। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে ভ্রমন করার জন্য কানাডা যেতে চান তাহলে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। সেক্ষত্রে আপনার খরচ হবে প্রায় প্রায় ৩-৪ লক্ষ টাকার বেশি।

কানাডা কৃষি ভিসা খরচ কত

কানাডাতে কৃষি ভিসার বেতন অনেকাংশেই বেশি। তাছাড়াও অনেক সুযোগ-সুবিধাও পাওয়া যায় এই কৃষি কাজে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই কৃষি ভিসা নিয়ে কানাডা যায়। কানাডাতে কৃষি কাজের প্রসার ঘটানোর জন্য সেখানকার সরকার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিচ্ছে। তাই আপনি যদি কৃষি ভিসা নিয়ে কানাডা যেতে চান তাহলে আপনার খরচ পড়বে প্রায় ৭ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা।

শেষ কথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার খরচ কত তা সর্ম্পকে জেনেছেন। এছাড়াও যদি কানাডা যাওয়ার খরচ কত এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন।

error: Content is protected !!
Scroll to Top