10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩

Rate this post

আমাদের সবারই পাসপোর্ট বানাতে যাওয়ার আগে একটি প্রশ্ন মাথায় আসে, তা হল 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ সালে ? আমাদের প্রায় সবার ইচ্ছা থাকে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট বানানোর। আজ আমরা আপনাদের সহজভাবে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ , কিভাবে করবেন, ফি কত, কত সময় লাগবে ইত্যাদি। এটা মনে রাখবেন 10 বছর মেয়াদি পাসপোর্ট সবাই পায় না।

পাসপোর্ট কেন প্রয়োজন ?

পাসপোর্ট অত্যান্ত প্রয়োজনীয় একটি জিনিস। চলুন জেনে নেয়া যাক পাসপোর্ট আমাদের কি কি কাজে লাগে। আপনার আইডি কার্ডের মত পাসপোর্টও আপনার পরিচয় নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পাসপোর্ট না থাকলে আপনি দেশের বাইরে ভ্রমন করতে পারবেন না। ডুয়েল কারেন্সি কার্ড নিতে বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পাসপোর্ট প্রয়োজন হয়। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি পাসপোর্ট ছাড়া করতে পারবেন না। তাই সবারই উচিৎ পাসপোর্ট বানিয়ে নেয়া।

10 বছর মেয়াদি পাসপোর্ট কি ?

যে সকল ই ই পাসপোর্ট মেয়াদের সময়কাল অত্যন্তপক্ষে 10 বছর হয়ে থাকে সেসকল ই পাসপোর্ট গুলোকে 10 বছর মেয়াদি ই পাসপোর্ট বলে ।

10 বছর মেয়াদি ই পাসপোর্ট ফি ২০২৩

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে তা সাধারণত পৃষ্ঠা এবং সময়ের উপর নির্ভর করে । তবে নিশ্চিত ভাবে বলতে গেলে সরকার আগেই কত পৃষ্ঠার পাসপোর্ট আবেদন করছেন এবং কত দিনে ডেলিভারি নিতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে সেই টাকার পরিমাণ নির্ধারিত করে দিয়েছে ।

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে ?

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে অবশ্যই যা যা প্রয়োজন তা হলো-জন্ম নিবন্ধন, NID কার্ড, পিতা-মাতার আইডি কার্ড, নাগরিক সনদ, পাসপোর্ট ফি প্রদানের রশিদ, পাসপোর্ট আবেদন অনলাইন কপি। তবে পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে দেখুন জন্ম নিবন্ধন বানাতে কি কি প্রয়োজন।  আর যদি জন্ম নিবন্ধনে কোনো প্রকার ভুল থাকে তাহলে  আগে তা সংশোধন করুন।

10 বছর মেয়াদি পাসপোর্ট কারা করতে পারবে ?

10 বছর মেয়াদি পাসপোর্ট সবাই পায় না। 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে বা পাওয়ার জন্য বয়সসীমা সাধারণত ১৮ এর বেশি এবং ৬৫ বছরের কম হতে হবে। তবে বর্তমানে ৬৫ বছরের  বয়স্ক মানুষ 10 বছর মেয়াদি পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারছে। তবে এখনো অবদি সরকার এই বিষয়ে কোনো সঠিক প্রজ্ঞাপন দেয় নি।

10 বছর মেয়াদি পাসপোর্ট কারা করতে পারবে না ?

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে পারবে না তারাই যাদের বয়স ১৮ বা ১৮ এর কম এবং ৬৫ বছরের বেশি। তাছাড়া সরকারী চাকুরীজীবিরাও 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে পারবে না।

১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা পাসপোর্টের ফি কত ?

১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা পাসপোর্টের ফি কত নিচের টেবিল থেকে দেখে নিন –

১০ বছর মেয়াদি পাসপোর্টের
ধরণ
পাসপোর্ট ফি ডেলিভারি সময়
সাধারণ পাসপোর্ট ৫,৭৫০ টাকা ২১ দিন
জরুরী পাসপোর্ট ৮,০৫০ টাকা ৭ দিন
অতীব জরুরী পাসপোর্ট ১০,৩৫০ টাকা ২ দিন

 

১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা পাসপোর্টের ফি কত ?

১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠা পাসপোর্টের ফি কত নিচের টেবিল থেকে দেখে নিন –

১০ বছর মেয়াদি পাসপোর্টের
ধরণ
টাকার পরিমাণ ডেলিভারি সময়
সাধারণ ৮,০৫০ টাকা ২১ দিনে
জরুরী  ১০,৩৫০ টাকা ৭ দিনে
অতীব জরুরী ১৩,৮০০ টাকা ২ দিনে

 

বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করতে ফি কত ?

বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। এক্ষেত্রে চাইলেই আপনি বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করতে পারবেন। বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করতে ফি কত লাগে তা নিচের টেবিল থেকে দেখে নিন-

Type of Passport  (USD) Fee
48 Pages 5 Years
  • Regular- $100
  • Express- $150
48 Pages 10 Years
  • Regular- $125
  • Express- $175
64 Pages 5 Years
  • Regular- $150
  • Express- $200
64 Pages 10 Years
  • Regular- $175
  • Express- $225

 

পাসপোর্ট করতে বয়স কত লাগে ?

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে বাংলাদেশি নাগরিকের বয়স কমপক্ষে ১৮ থেকে ২০ বছর হতে হবে। তবে একজন বাচ্চার  পাসপোর্ট করতে চাইলে তবে বাচ্চার জন্ম সনদ দ্বারা তার বয়স প্রমাণ করতে হবে।

ই-পাসপোর্ট করার ওয়েবসাইট কোনটি?

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে
10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে

পাসপোর্ট  করার ওয়েবসাইট কোনটি তা সকলেরই জেনে রাখা প্রয়োজন। 10 বছর মেয়াদি ই পাসপোর্ট  করার জন্য আপনারা এই ওয়েবসাইটে যেতে পারেন- www.epassport.gov.bd এবং “Apply Online” মেনুতে ক্লিক করে আপনি ফরম পূরণ করতে পারবেন।

১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট করতে কত সময় লাগবে?

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে সময় লাগে সাধারণত ২ দিন, ৭ দিন, ২১ দিন।

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৩ প্রসঙ্গে শেষ কথা

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে এইসকল তথ্য সাধারণত তিনটি মাধ্যমে পাওয়া যায়। সাধারণ পাসপোর্ট ডেলিভারী হলে ১৫ থেকে ২১ দিন জরুরী  ডেলিভালী হলে ২ দিন এবং অতীব জরুরী ডেলিভারী হলে ৭ থেকে ১০ দিন । অতএব 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে তা সাধারণত  এইসকল পাসপোর্ট এর ধরনের উপর নির্ভর করে।

error: Content is protected !!
Scroll to Top